Header Ads Widget

Responsive Advertisement

আবারও বার্সার আলোচনায় নেইমার

আবারও বার্সার আলোচনায় নেইমার।...

বনি বনা না হওয়ায় রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। খবরটি বেশ পুরোনো। সেই ঘটনারে রেশ ধরে দুই পক্ষের মাঝে এখন শাপে বর সম্পর্ক। একে অপরের বিরুদ্ধে মামলারও সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু সেই নেইমারের কারণেই এখন বড় আয়ের মুখ দেখতে যাচ্ছে বার্সেলোনা। ২০১৭/১৮ মৌসুমে ৮৯৭ মিলিয়ন ইউরো মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কাতালান জায়ান্টরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বার্সা মুখপাত্র জোসেপ ভিবস বলেছেন, 'রেকর্ড পরিমাণ ৮৯৭ মিলিয়ন ইউরো (১.০৭ বিলিয়ন মার্কিন ডলার) মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০১৭/১৮ মৌসুমের বাজেট অনুমোদন করেছে বার্সেলোনার পরিচালনা পরিষদ। ক্লাব আশা করছে, চলতি অর্থবছরে আমার এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। '
কেবল এটুকুই নয়; আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০০ মিলিয়ন ইউরোতে উন্নীত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আগের মৌসুমে ক্লাবটি মুনাফা করেছিল ৭০৮ মিলিয়ন ইউরো। এবার তারা শুধুমাত্র নেইমারকে বিক্রি করেছে ২২২ মিলিয়ন ইউরোতে। এর ফলে ২০২১ সালের মধ্যে এক বিলিয়ন ইউরো মুনাফা অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেদিকেই এগুচ্ছে ক্লাবটি। নেইমারকে হারানোর বেদনা অর্থের মাধ্যমে কতটুকু ভুলতে পারবে কাতালানরা?

Post a Comment

0 Comments