বাঁ পায়ের ‘মাস্টার’ কিং লিওনেল মেসি।
একদিন আগে ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি।
১০০ গোলের মধ্যে ৮২ গোলই বাঁ পায়ের জাদু দেখিয়ে করেন লিও। ডান পা থেকে গোল পান মাত্র ১৪টি।
ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ৬১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে ইউরোপিয়ান ফুটবলে শততম গোলটি করেন মেসি। এই মাইলফলকে পৌঁছাতে চ্যাম্পিয়ন্স লিগে ৯৭ ও উয়েফা সুপার কাপে ৩টি গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
এদিকে চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে ২০০তম গোল করুক মেসি, চান ভালভার্দে। ম্যাচ শেষে মজা করে ভালভার্দে বলেন, ‘আমি আশা করি, এ মৌসুমে সে ২০০ গোলে পৌঁছাবে।’
এবারের মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তবে দুর্দান্ত ফর্মে খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন না ভালভার্দে।
‘ফলগুলো ভালো। আমরা ভালো ফল করে যাব। কিন্তু আগামীকাল অন্য একটি দিন, বিষয়গুলো রাত পার হলেই বদলে যেতে পারে।’
0 Comments