ইতোমধ্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসিরা।বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির স্বর্গীয় বাঁ পায়ের জাদুকরী হ্যাটট্রিকে শেষ পর্যন্ত সেই শঙ্কা পাড়ি দেয় আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে খেলার সুযোগ পাননি উঠতি তারকা পাওলো দিবালা। এতে ডাগআউটে বসেই খুদে জাদুকরের জাদু উপভোগ করতে হয় আর্জেন্টিনার পরবর্তী মেসিকে।
বাঁচামরা সেই ম্যাচে দিবালাকে বসিয়ে রাখার ব্যাখ্যায় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি বলেন, মেসির পাশে খেলতে পারবে না সে। কারণ, তার খেলা ও ফুটবল জাদুকরের খেলার ধরন একই।
কোচের ভাষ্যের সূত্র ধরে অনেকে বলেছিলেন, যে ম্যাচে মেসি খেলবেন তাতে দিবালাকে দেখা যাবে না। অর্থাৎ মেসি-দিবালার যুগলবন্দি কেউ দেখতে পাবে না। এবার তাদের শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন সাম্পাওলি। বললেন, শিগগির মেসি-দিবালা জুটির খেলা উপভোগ করতে পারবেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমী।
0 Comments