সাম্পাওলির বিশ্বাস, বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা।
সময়ের সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপ খেলতে পারবেন তো মেসিরা? জানি ৭০ ভাগ মানুষ উত্তর দেবেন, না। কিন্তু তার পরও আর্জেন্টিনার কোচ সাম্পাওলি বলছেন, এটি সম্ভব। মেসিরা বিশ্বকাপ খেলবেন।
পেরুর সঙ্গে ড্রয়ের পর আর্জেন্টিনার সামনে এখন একটি ম্যাচ। তা ইকুয়েডরের সঙ্গে। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচেও কোনোমতে যদি হোঁচট খায়, তাহলে ১৯৭০ বিশ্বকাপের পর এই প্রথম আর্জেন্টিনাকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে ফিফা।
আর্জেন্টিনার অবস্থা যখন একেবারে নাজুক। আর তখনই আত্মবিশ্বাসের ভুলি ঝাড়লেন কোচ হোর্হে সাম্পাওলি। তার বিশ্বাস , আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এবং লিওনেল মেসি বিশ্বকাপ খেলবেন। পেরুর বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র, মেসি এবং তার দলকে খুবই রাগান্বিত করে ফেলেছে। যারা কি না তিন বছর আগে বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তারা এবার বিশ্বকাপই খেলতে পারবে না! মেসিদের রাগান্বিত হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই।
তিনি জানান, পুরো দল এখনও উদ্যমি। সবার মধ্যেই আত্মপ্রত্যয় রয়েছে যে- তারা বিশ্বকাপে খেলবেই। তিনি বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে, আজ যে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিলাম সেটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা বিশ্বকাপ খেলতে পারবো।’
নিজেদের খেলার কথা বলতে গিয়ে সাম্পাওলি বলেন, ‘আজ পেরুর চেয়ে অনেক বেশি ভালো খেলেছি আমরা। অনেক বেশি প্রভাব বিস্তার করে খেলেছি। দুর্ভাগ্য শুধু গোলটাই পাইনি। পরিস্থিতি আমাদের জন্য স্বস্তিদায়ক নয়। র্যাংকিং এখনও আমাদের কথা বলছে। যদিও স্কোরবোর্ডে তাদেরকে হারাতে পারিনি। তবে ম্যাচে তারা আমাদের কাছে দাঁড়াতেই পারেনি। আমরা খুবই আশাবাদী যে, ভালো খেলার সঙ্গে স্কোরও আসবে।’
মেসির খেলায় দারুণ খুশি কোচ। তিনি মেসির উচ্চসিত প্রশংসা করে বলেন, ‘দারুণ তীক্ষ্নতা, সুযোগ তৈরি, জায়গামত যেভাবে বল নিয়ে যেতে পেরেছিলেন, সেটা ছিল অবিশ্বাস্য। অসম্ভব একটি কাজ। মেসি বলেই সেটা সম্ভব হয়েছে। এমন খেলা দেখে আমি নিজে আস্বস্ত হয়েছি যে, আজকের মত এভাবে খেলতে পারলে নিশ্চিত বিশ্বকাপে খেলতে যেতে পারবে আর্জেন্টিনা।’
0 Comments