Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপ ভাগ্য অন্যের হাতে তুলে দিল আর্জেন্টিনা

বিশ্বকাপ ভাগ্য অন্যের হাতে তুলে দিল আর্জেন্টিনা
আজকের ম্যচেটি ছিল রাশিয়া বিশ্বকাপে যাওয়ার জন্য আর্জেন্টিনার বাঁচা-মরার ম্যাচ। অথচ নিজেদের মাঠে পেরুর কাছে হেরে মহাসঙ্কটে পড়ুলো লিওনেল মেসির দলটি। যেখানে ফুটবল যাদুকর মেসির নেতৃত্বে দুর্দান্তভাবে বিশ্বকাপে যাওয়ার কথা সেখানে অন্যের হাতে চলে গেল নিজেদের ভাগ্য।
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে হোর্হে সাম্পাওলির দল। সেরা চার দল সরাসরি খেলবে আগামী বছরের বিশ্বকাপে।
পঞ্চম দলটির সুযোগ পেতে হলে প্লে-অফ খেলে জিততে হবে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে।ঘরের মাঠের গোলশূন্য ড্রয়ের পর বিশ্বকাপে যেতে এখন অন্যদের ফলের দিকেই তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তাদের। সঙ্গে জিততে হবে নিজেদের শেষ ম্যাচেও।
মেসিদের সামনে এখন যে হিসাব-নিকাশ-
হিসাব এক: আর্জেন্টিনা শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ২৮। চিলি ব্রাজিলের বিপক্ষে জয় পেলেও পেরু ও কলম্বিয়ার মধ্যকার একটি দলকে তো হারতে হবেই অথবা ম্যাচটি ড্র হবে। কলম্বিয়া-পেরু ম্যাচ ড্র হলে দুই দলের পয়েন্ট হবে যথাক্রমে- ২৭ ও ২৬। সেক্ষেত্রে (আর্জেন্টিনা জিতলে) সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবেন মেসিরা।
হিসাব দুই: আর্জেন্টিনা যদি ইকুয়েডরের সঙ্গে ড্র করে এবং কলম্বিয়ার কাছে পেরু হেরে যায় তবে মেসির দল কমপক্ষে প্লে-অফে ওশেনিয়ার দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পাবে।
হিসাব তিন: চিলি যদি ব্রাজিলের কাছে হেরে যায় এবং আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে জয় পায় তবে কোনো সমীকরণ ছাড়াই আকাশী-নীলরা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।
হিসাব চার: চিলি যদি ব্রাজিলের সঙ্গে ড্র করে এবং আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে জয় পায় তবে পেরু-কলম্বিয়ার ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।
হিসাব পাঁচ: আর্জেন্টিনা যদি ড্র করে এবং প্যারাগুয়ে জয় পায় ভেনেজুয়েলার বিপক্ষে তবে আর্জেন্টিনার সমীকরণ কঠিন হয়ে যাবে। এমন পরিস্থিতিতে চিলি জয় পেলে এবং পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হলে বাদ পড়বে আর্জেন্টিনা।

Post a Comment

0 Comments