বিশ্বকাপের স্বপ্ন শেষের পথে মেসি ও সাম্পাওলিদের।
২০১৮ বিশ্বকাপে অংশ নিতে মেসিদের জন্য শেষ দুটি ম্যাচ খুবই গুরুত্বের ছিল। কিন্তু তা করতে পারেনি আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ড্রয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষের পথে মেসি-সাম্পাওলিদের!
এদিকে আগামী ১০ অক্টোবর ইকুয়েডরের কিটোতে সাড়ে ৯ হাজার ফুট উঁচুতে গিয়ে জয় নিয়ে ফেরাটা ভীষণ কঠিনই হবে আর্জেন্টিনার জন্য। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে এখন আর্জেন্টিনা। সরাসরি বিশ্বকাপে যেতে সেরা চারে থাকা জুরুরি, আর পাঁচে থাকলে মিলবে ওশেনিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফের সুযোগ। অথচ নিজেদের মাঠে পেরুর সঙ্গে ড্র করে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়াটা ভীষণ দুরূহ হয়ে গেছে আর্জেন্টিনার জন্য।
একাদশে পাওলো দিবালা ও মাওরো ইকার্দির বদলে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে কোচ সাম্পাওলি খেলান ইতালির দল আতালান্তার ফরোয়ার্ড আলেহান্দ্রো দারিও গোমেস ও স্থানীয় ক্লাব বোকা জুনিয়র্সের স্ট্রাইকার দারিও বেনেদেত্তোকে।
পেরুর বিপক্ষে ম্যাচটিতে উল্লেখ্য যে, জুভিন্টাসের দিবালাকে খেলানো হয়নি মেসির সঙ্গে। হয়তো ম্যাচটিতে খারাপ করার অন্যতম কারণ হতে পারে এটি। তাই ইকুয়েডরের বিপক্ষে মোটেও এই ভুলটি করবেন না সাম্পাওলি। কারণ রাশিয়া বিশ্বকাপে অংশ শেষ ম্যাচে বড়ই প্রয়োজন তাকে।
বাঁচা-মরার শেষ ম্যাচ আর্জেন্টিনা খেলবে একুয়েডরের মাঠে, আবারো কঠিন পরিক্ষার সামনে মেসিরা, শেষ ম্যাচে একুয়েডরকে হারাতে হবে এবং কলম্বিয়ার কাছে পেরুর হারতে হবে তবেই আর্জেন্টিনা প্লেঅফ খেলার সুযোগ পাবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আবার যদি পেরু বনাম কলম্বিয়ার ম্যাচ ড্র হয়ে তবে সেক্ষেত্রে একুয়েডরকে হারিয়ে প্লেঅফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। আর না হয় মেসিদের ছাড়াই বিশ্বকাপ আসর বসবে রাশিয়াতে।
0 Comments