‘আবারো আর্জেন্টিনার কোচ হিসেবে ফিরতে চাই ম্যারাডোনা
গত রাতে নাইজেরিয়া ও আর্জেন্টিনার ম্যাচের পর ইনস্টাগ্রামে ম্যারাডোনা লিখেছেন, ‘আমার চেয়ে বেশি কে জিতেছে জাতীয় দলের কোচ হিসেবে? আপনারাই বিচার করুন। আমি ক্ষুব্ধ, কারণ সাম্পাওলিরা আমাদের সম্মান নিয়ে খেলছে। আমি আবার কোচ হিসেবে ফিরতে চাই।’। সে ম্যাচে অবশ্য আর্জেন্টিনা নাইজেরিয়ার কাছে ২-৪ গোলে হেরেছে। অথচ ম্যাচের প্রথমে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। শুধু এ ম্যাচেই নয় অনেক দিন থেকেই ছন্দপতন অার্জেন্টিনার।
ধারণা করা হচ্ছে উত্তরসূরিদের এমন পরাজয় মানতে পারছেন না আর্জেন্টিনার সাবেক এই কোচ। সেজন্য ম্যাচের পরপরই সাবেক কোচদের অধীনে আর্জেন্টিনার জয়-পরাজয়ের একটি ছক ইনস্টাগ্রামে পোস্ট করে আবারও স্বদেশের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
অবশ্য কোচ হিসেবে ম্যারাডোনা অন্য সবার থেকে অনেকটাই এগিয়ে। সাবেক এই কোচের অধীনে ২৪ ম্যাচ খেলে ১৮টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা আর হেরেছে ছয়টি। অর্থাৎ কোচ হিসেবে সফলতার হার ৭৫ শতাংশ। এমনকি তার অধীনে ২০১০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেছিল। এর আগে ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন।
পরিসংখ্যান দেখে এটা মানতেই হবে, সিজার লুই মেনোত্তির পর তিনিই আর্জেন্টিনার সবচেয়ে সফল কোচ—অন্তত জয়ের হিসাবটা ধরলে।
0 Comments