Header Ads Widget

Responsive Advertisement

চরম লজ্জার মাঝেই সুখবর পেল মেসির আর্জেন্টিনা

চরম লজ্জার মাঝেই সুখবর পেল মেসির আর্জেন্টিনা
নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ৪-২ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথম লাইন পড়েই হয়তো বলছেন মেসিছাড়া আর্জেন্টিনা লবন ছাড়া তরকারি। এমনকি লজ্জাজনক হারের দিনেই ক্লাবটির এক কর্তার সুইসাইড, মাঠে আগুয়েরোর অসুস্থ হয়ে পড়া মোটামুটি ভাবাচ্ছে আর্জেন্টিনাকে।
তবে এতসব দুঃখের মাঝেই একটি সুখবর পেলো মেসির আর্জেন্টিনার। তা হলো নাইজেরিয়া-আর্জেন্টিনার ম্যাচের বিরতির সময় ড্রেসিংরুমে অসুস্থ হয়ে পড়া আগুয়েরোকে পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দিয়েছে হাসপাতাল।
যাই হোক বলতেই হবে, বিশ্বকাপের প্রস্তুতিতে রাশিয়া সফরের শেষটা ভালো হলো না আর্জেন্টিনার। ক্রাসনধরে নাইজেরিয়ার বিপক্ষে হারতে হয় মেসিবিহীন দলটিকে। সে ম্যাচে স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর অসুস্থ হয়ে যাওয়াটা আরো বড় ধাক্কা দেয় তাদের। যেখানে শেষ দুটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি।
এ ব্যাপারে দলের কোচ জর্জ সাম্পাওলি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে জানান, আগুয়েরোর মাথা ব্যথা করছিলো। ম্যাচের অর্ধেক সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।, আর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি শঙ্কামুক্ত।
আগুয়েরো বর্তমানে বিশ্রামে রয়েছেন। অবশ্য তার খেলা ক্লাব ম্যানচেস্টার সিটি জানিয়েছে তাদের পরবর্তী ম্যাচেই দেখা যাবে দলের সেরা তারকাকে।
কিছুদিন আগেই নেদারল্যান্ডসের আমস্টারডামে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন আগুয়েরো। সেই দুর্ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল।

Post a Comment

0 Comments