Header Ads Widget

Responsive Advertisement

২০১৮ বিশ্বকাপের ৩২ দলের ৩১ দল চূড়ান্ত, বাকী একটি কে?

২০১৮ বিশ্বকাপের ৩২ দলের ৩১ দল চূড়ান্ত, বাকী একটি কে?
আর মাত্র ২১০ দিন পরই শুরু হবে ফুটবলের সবথেকে বড় যজ্ঞ ফিফা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২১ তম আসর। বরাবরের মতো এবারে আসরেও থাকছে ৩২টি দল। যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ৩১টি দল।
রাশিয়ার বিশ্বকাপের শেষ স্থানটির জন্য লড়বে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পঞ্চম স্থান অর্জনকারী পেরু। দুই দলের মধ্যকার প্লে-অফের প্রথম লেগটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় লেগের ম্যাচে যেকোনো ব্যবধানে জিতলেই রাশিয়ার টিকিট মিলবে পেরুর। অন্যদিকে গোল করে ড্র করতে পারলে কিংবা জিতলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে নিউজিল্যান্ড।
নিয়ম অনুযায়ী, ইউরোপ থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়। এছাড়া চারটি দল প্লে-অফের বাধা পেরিয়ে স্থান করে নেয় রাশিয়া বিশ্বকাপে। সবমিলিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ১৩টি দল।
দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ৪টি দল। বাছাইপর্বের পঞ্চম দলটিকে উতরাতে হবে প্লে-অফের বাধা।
এশিয়া থেকেও চারটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দলকে খেলতে হবে প্লে-অফে। আফ্রিকা থেকে ৫টি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দল প্লে-অফের বাধা পেরিয়ে জায়গা করে নেয়ার সুযোগ পাবে বিশ্বকাপে।
উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাছাইপর্বের চতুর্থ দলটিকে খেলতে হচ্ছে প্লে-অফ।
ওশেনিয়া থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পায় না। ওশেনিয়ার দলগুলোকে তিন রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে জায়গা করে নিতে হয়। এরপর প্লে-অফের বাধা পেরোলে তবেই বিশ্বকাপের টিকিট মেলে ওশেনিয়ার একটি দলের।
কোন মহাদেশ থেকে কোন দলগুলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এশিয়া: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া (প্লে-অফ)।
আফ্রিকা: নাইজেরিয়া, মিসর, সেনেগাল, তিউনিসিয়া ও মরক্কো
কনক্যাকাফ : মেক্সিকো, কোস্টারিকা ও পানামা
কমমেবল: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া
ইউরোপ: রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড (প্লে-অফ), ক্রোয়েশিয়া (প্লে-অফ), সুইডেন (প্লে-অফ) ও ডেনমার্ক (প্লে-অফ)।

Post a Comment

0 Comments