Header Ads Widget

Responsive Advertisement

আর্জেন্টাইন ভক্তদের সুসংবাদ দিল মেসি

বিশ্বকাপকে সামনে রেখে গা গরমের ম্যাচ শুরু করে দিয়েছে ৩২ দল। কয়েক মাস পরেই শুরু হবে এই লড়াই। তাই প্রস্তুতি হিসেবেই প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। ইতালির বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সামান্য ইনজুরির কারণে প্রীতি ম্যাচে খেলেননি আর্জেন্টিনার প্রাণ ভোমরা । যা ছিল আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ। তবে মেসি না খেললেও সেই ম্যাচে জয় পেয়েছে তার দল। শুক্রবার (২৩ মার্চ) রাতে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
গণমাধ্যমে চাউর হচ্ছিল স্পেনের বিপক্ষেও ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনার প্রাণ ভোমরার। তবে সুসংবাদ আর্জেন্টাইন শিবিরে ফিরছেন মেসি। এতে বেজায় খুশি আর্জেন্টাইন ভক্তরাও। ইতালির বিপক্ষে খেলতে না পারলেও আগামী মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে খেলবেন মেসি।
দলে ফেরা নিয়ে মেসি জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা মাঝে মাঝে অনুভব করি। তবে ব্যথা যতই হোক জাতীয় দল আমাকে মাঠে টানে। আমি সবসময় মুখিয়ে থাকি দেশের হয়ে খেলতে। বিশ্রামে থাকবো ভাবলেও স্পেনে বিপক্ষে মাঠে ফিরছি আমি।
মেসি ফেরার সুসংবাদ দিলেও দুঃসংবাদ দিয়েছেন এঞ্জেল ডি মারিয়া। ডান পায়ে চোট পাওয়ায় স্পেনের বিপক্ষে খেলা হবে না এই তারকার।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Post a Comment

0 Comments