Header Ads Widget

Responsive Advertisement

৩৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বার্সেলোনা

৩৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বার্সেলোনা।
খুব ভালো সময় অতিক্রম করছে মেসির বার্সেলোনা। একের পর এক জয় তুলে এগিয়ে চলছে মেসিরা। এজন্যই স্প্যানিশ লিগায় অপ্রতিরোধ্য মেসির বার্সেলোনা। জয়ের ধারা অব্যাহত রেখে পৌঁছেছে রেকর্ড গড়ার দ্বার প্রান্তে। এ ধারা অব্যাহত রেখে আর একটি জয় তুলতে পারলেই লিগের ইতিহাসে টানা ৩৮ বছর অপরাজেয় থাকার ঐতিহাসিক রেকর্ড ছুঁইবে বার্সেলোনা। তাই পরবর্তী ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল সোসিয়েদাদের ৩৮ বছরের পুরনো কীর্তিতে নাম লেখাবে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।
এর আগে লা লিগায় ১৯৭৮-৭৯ ও, ১৯৭৯-৮০ সিজন মিলিয়ে একটানা ৩৮ ম্যাচে অপরাজেয় ছিল সোসিয়েদাদ। তাদের দৌড় থামিয়েছিল সেভিয়া। সেই সেভিয়ার মাঠেই সবশেষ লিগ ম্যাচে হারের কিনার থেকে উঠে আসে বার্সা। মেসি-সুয়ারেজের শেষদিকের গোলে ২-২ সমতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন কোচ কাতালানরা।
এমন ঐতিহাসিক দিনে মেসিদের প্রতিপক্ষ্য হিসেবে দেখা যাবে লেগানেসকে। আর লেগানেসকে নিজেদের ঘরেই আতিথ্য দেবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শনিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলাটি গড়াবে।
উল্লেখ্য, এর তিনদিন আগে নামতে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ হিসেবে থাকবে রোমা।

Post a Comment

0 Comments