রোনালদোর ম্যাজিকে পিএসজিকে উড়িয়ে দিয়ে শেষ আটে রিয়াল।
চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল শো আরেকটু ভালো করে বললে ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তত পরিসংখ্যান তাই বলে চ্যাম্পিয়ন লিগের শেষ ৮ ম্যাচে ১২ গোল রিয়াল তারকার। প্রথম লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শনিবার প্যারিসে দ্বিতীয় লেগে মাঠে নামে রোনালদোর রিয়াল। প্রতিশোধের মিশনে উল্টো ২-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে নেইমারবিহীন পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে রাজা হতে চেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেজন্যে রীতিমতো ব্যাংক ভেঙেছিল ফরাসি এই ক্লাবটি। নেইমারকে কিনতেই ২ হাজার ১০৬ কোটি টাকা খরচ করেছিল তাঁরা। এসবই জানা কথা। কিন্তু পিএসজির রাজা হওয়ার স্বপ্ন অধরাই রইল। গতবারের মতো এবারও শেষ ষোলো থেকে বিদায় উনাই এমরির দলের।
রোনালদোর অভিনব উদযাপন
আটকে রাখতে পারলো না পিএসজি। পারলো না কঠিন সমীকরণ মেলাতে। উল্টো হেরে বসল আবারও। লিগ ওয়ানে শীর্ষে থাকা ক্লাবটিকে দুই লেগেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুর দিকে রিয়াল কিছুটা এগোছালো ছিল। সেই সুযোগে তাদের রক্ষণে চাপ চাপ সৃষ্টির চেষ্টায় ছিল পিএসজি; কিন্তু তাদের আক্রমণগুলো ছিল ধারহীন।
১৮তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় রিয়াল। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে ছয় গজ বক্সের বাইরে থেকে সের্হিও রামোসের শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও হতাশ করেন করিম বেনজেমা। তার শট আলফুঁস আরিওলার পায়ের নিচের দিকে লেগে পাশের জাল স্পর্শ করে।
0 Comments