ইতালি ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড.
চলমান মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেনের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ২৩ মার্চ ইতালির ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে মেসি, ডি মারিয়া ও আগুয়েরোরা।
২৭ মার্চ ওন্ডা মেট্রোপোলিটানো স্টেডিয়ামে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠ নামবে সাম্পাওলির শীষ্যরা।
আর ৩ মাস পরে শুরু হতে যাচ্ছে ফুটবলের বিশ্ব সেরা আসর। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্যাচ দুটির আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২২ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছে সাম্পাওলি।
গোলকিপার:রোমেরো, গুজম্যান, ক্যাবালিরো।
ডিফেন্ডার: রোহো, ফুনিস মোরি, ফাজিও, ওটামেন্ডি, অ্যাকুনা, স্যালভিও, ত্যাগলিয়াফিকো, মার্কাদো।
মিডফিল্ডার: ম্যাশ্চেরানো, পেরেদাস, ল্যানজিনি, লিও চেলসো, বিগলিআ, বেনিগা, ডি মারিয়া।
ফরোয়ার্ড: লিওলেন মেসি, গঞ্জালো হিগুইন, আগুয়েরো, পের্তো।
ডিফেন্ডার: রোহো, ফুনিস মোরি, ফাজিও, ওটামেন্ডি, অ্যাকুনা, স্যালভিও, ত্যাগলিয়াফিকো, মার্কাদো।
মিডফিল্ডার: ম্যাশ্চেরানো, পেরেদাস, ল্যানজিনি, লিও চেলসো, বিগলিআ, বেনিগা, ডি মারিয়া।
ফরোয়ার্ড: লিওলেন মেসি, গঞ্জালো হিগুইন, আগুয়েরো, পের্তো।
0 Comments