গত ৪ দিনের মতো আজ বুধবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা থেকে কাঁচপুর সেতু পর্যন্ত চট্টগ্রাম যাওয়ার পথে এবং ঢাকা আসার পথে দাউদকান্দির শহীদ নগড় থেকে মেঘনা সেতু পর্যন্ত এ যানজট। এদিকে সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত যানজট লেগেই থাকে। দীর্ঘ প্রায় ৬০ কিলোমিটার মহাসড়ক জুড়ে সৃষ্ট এ যানজটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যানজটে আটকাপড়া যাত্রী সাধারণের অভিযোগ- মঙ্গলবার সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাঁচপুরে যানজটের পরিস্থিতি পরিদর্শনে এসে আজ বুধবার থেকে যানজট নিরসন হবে বলে যে ঘোষণা দিয়েছে তা মিথ্যে প্রমানিত হয়েছে।যানজট নিরসনের ঘোষণার পর আবারও যানজট বেড়ে গেল।
মেঘনা ও দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোল আদায় ধীর গতি, ওজন স্কেলের অব্যবস্থাপনা,মহাসড়কের উপর ট্রাক-লড়ি পার্কিং করে রাখা, মহাসড়কের পাশে বাজার ব্যবস্থা, অপরিকল্পিত ইউ-টার্ন ব্যবস্থা করা, ট্রাফিক পুলিশের সংখ্যা অপর্যাপ্ত ও মহাসড়কে সংস্কার কাজ চলার কারণে এ যানজটের কারণ বলে জানিয়েছেন চলাচলরত যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সরেজমিনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দেখা গেছে, বুধবার সকাল ৬টা থেকে মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় টাকা আদায়কালে যানবাহনের ধীর গতিই এ যানজটের মুল কারন।
সোনারগাঁয়ে মেঘনা সেতুর এক পাশে কুমিল্লার দাউদকান্দি-শহীদ নগড় এবং কাঁচপুর সেতু অপর পাশে সাইনবোর্ড যাত্রাবাড়ী পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে আটকা পরে আছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন,প্রতিটি যানবাহনের চাকা চলছে ধীরগতিতে।
কাঁচপুর এলাকা দেখা গেছে অনেকে বাস থেকে নেমে হেঁটে চলাচল করছে।
ঢাকা থেকে হাজীগঞ্জগামী মোবারক নামের এক যাত্রী বলেন,ঢাকার যাত্রাবাড়ী থেকে সকাল ৮টায় ছেড়ে এসে মেঘনা সেতু পর্যন্ত আসতে ৬ ঘন্টা সময়ে লেগেছে।যানজট না থাকলে এটুকু দুরত্বের সড়ক পার হতে আমাদের সর্ব্বোচ ৪০ মিনিট সময় লাগত।
ঢাকা থেকে হাজীগঞ্জগামী মোবারক নামের এক যাত্রী বলেন,ঢাকার যাত্রাবাড়ী থেকে সকাল ৮টায় ছেড়ে এসে মেঘনা সেতু পর্যন্ত আসতে ৬ ঘন্টা সময়ে লেগেছে।যানজট না থাকলে এটুকু দুরত্বের সড়ক পার হতে আমাদের সর্ব্বোচ ৪০ মিনিট সময় লাগত।
চট্টগ্রামগামী এনা পরিবহনের যাত্রী সুমন, সারবিন, আনোয়ার জানান, ঢাকা থেকে মেঘনা আসতে ৮ ঘন্টা সময় নষ্ট হলো।এতোক্ষনে আমরা চট্টগ্রাম পৌঁছে যেতাম।
নাহিদ কার্গো সার্ভিসের কাভার্ডভ্যান চালক আবুল বাশার শিকদার জানান, ভোর ৬টা থেকে এ সড়কে যানজট শুরু হয়েছে।
নাহিদ কার্গো সার্ভিসের কাভার্ডভ্যান চালক আবুল বাশার শিকদার জানান, ভোর ৬টা থেকে এ সড়কে যানজট শুরু হয়েছে।
মেঘনা সেতুর টোলপ্লাজার ওজন স্কেলে গিয়ে দেখা যায়, ধীরগতিতে পরিবহনের ওজন পরিমাপ করা হচ্ছে। শতশত মালবোঝাই যানবাহন মহাসড়কের উপর সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে।
জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান,মহাসড়কে সংস্কার কাজ চলছে এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে।
0 Comments