Header Ads Widget

Responsive Advertisement

লক্ষ্য পূরণ করতে বার্সার অপেক্ষা মাত্র দু’টি ম্যাচের

বার্সেলোনায় এখন ভাঙা হাট। জেরার পিকে পৌঁছে গেলেন রাফায়েল নাদালের ম্যাচ দেখতে। সেখানে আবার চিরশত্রু রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকোয়েস আর মার্কো আসেনসিওর সঙ্গে দেখা হয়ে গেল। আকচাআকচি ভুলে একপ্রস্থ হাসিঠাট্টাও করলেন তারা। 
এ হেন ভাঙা হাটে বার্সা থেকে চিরপ্রস্থানের প্রস্তুতির আগে আপ্লুত আন্দ্রে ইনিয়েস্তা জানিয়ে রাখলেন, ফুটবলের সংস্রব ছাড়া তিনি বাঁচবেন না। বার্সাতেই ফেরার ইচ্ছে তার। তবে অন্য কোনও ভূমিকায়। নিজেই ইঙ্গিত দিলেন, কোচিংটাই পছন্দ।
২১ মে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ক্যাম্প ন্যু-তে এই মৌসুমে বার্সার শেষ ম্যাচ। বার্সায় চিরকালের জন্য ইনিয়েস্তারও। তার বিদায় সংবর্ধনার প্রচুর আয়োজন হচ্ছে। পরিস্থিতিটা এমনই যেন কয়েকটা লৌকিকতা মাত্র বাকি। লা লিগায় ৩৬ ম্যাচে ৯০ পয়েন্ট তোলা বার্সা ইতিমধ্যেই খেতাব জিতে ফেলেছে। তাহলে মৌসুমের শেষ ‘অ্যাওয়ে ম্যাচ’-এ কীভাবে নিজেদের উদ্বুদ্ধ করবেন ফুটবলাররা?
স্পেনের কাগজগুলি আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছে। যার একটা উত্তর হচ্ছে, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন আর্নেস্তো ভালভার্দের ফুটবলাররা। আজ পর্যন্ত লা লিগায় যে নজির নেই বার্সার। লক্ষ্যপূরণ করতে আর মাত্র দু’টি ম্যাচ। তবে হারলে চলবে না। 

Post a Comment

0 Comments