Header Ads Widget

Responsive Advertisement

ggjsfgy

রিয়ালের সর্বকালের সেরা ফুটবলারের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন। রিয়ালকে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন। রিয়ালের হয়ে প্রায় সব রেকর্ডই এখন তার দখলে। তবুই যেন ক্ষুধা মিটে না সিআর সেভেনের। রোববার রাতে ন্যু ক্যাম্পে মাদ্রিদের ক্লাবটির হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর ১ গোলের সুবোধে ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচে ১৫তম মিনিটে দলকে সমতায় ফেরানো গোলে অনন্য মাইলফলকটি স্পর্শ করেন রোনালদো। করিম বেনজেমার হেডে বল পেয়ে সঙ্গে লেগে থাকা জোরার্ড পিকেকে ফাঁকি দিয়ে দুই গজ দূর থেকে ক্লাসিকোয় ১৮তম গোলটি করেন রোনালদো।
সব প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোয় রিয়ালের হয়ে সমান সংখ্যক গোল করে এতদিন রেকর্ডটির একক মালিক ছিলেন ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত আলফ্রেডো ডি স্তেফানো।
চলতি মৌসুমে লা লিগায় রোনালদোর এটি ২৫তম গোল।

Post a Comment

0 Comments