Header Ads Widget

Responsive Advertisement

সোনারগাঁয়ে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় গত শনিবার রাতে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১টি ধারালো দা’সহ উপজেলার মোগরাপাড়া এলাকায় সজিব (১৯), সনমান্দির নীলকান্দা এলাকার সাকিব হোসেন (১৯) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার শুক্কুর আলী (১৯) নামে তিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।
গ্রেফতারকৃত সজিবের নামে চুরি ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে এবং শুক্কুর গত মার্চ মাসে রূপগঞ্জের চাঞ্চল্যকর মনির হত্যাকান্ডের আসামী।
১৩ মে রোববার র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি জসিমউদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র‌্যাব সূত্র জানায়, শনিবার রাতে গ্রেফতারকৃত ডাকাতের দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে মোগরাপাড়া আফিয়া ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তার মুখে অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়। পরে তারা মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এসে ডাকাতির প্রস্তুতি নেয়।
র‌্যাব আরো জানায়, বেশ কিছুদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, সোনারগাঁয়ের মেঘনা ও কাঁচপুরে একযোগে ৩ টি সেতুর নির্মাণ কাজ চলমান থাকায় মহাসড়কের এ সকল স্পটে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এ যানজটের সুযোগ নিয়ে সংঘবদ্ধ ডাকাতদল বিভিন্ন সময় ডাকাতি করে। রাতের অন্ধকারে যানজটের কবলে পড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, কাভ্যার্ড ভ্যান ও বিদেশ ফেরত প্রবাসীদের বহনকারী গাড়িগুলো ডাকাতদের প্রধান টার্গেট থাকে। সম্প্রতি মহাসড়কের এ এলাকাগুলোতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতরা ডাকাতি করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুর করে থাকে। এসব কারণে র‌্যাব এ সকল স্থানে নজরদারি বৃদ্ধি করেছে। এরই ভিত্তিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সবাই মাদকাসক্ত বলে জানিয়েছে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments