Header Ads Widget

Responsive Advertisement

চলতি সপ্তাহে ঘরের মাঠে ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে প্যারিস সাঁ জা (পিএসজি)। ফলে এই মুহূর্তে তারা যে কিছুটা জটিল অবস্থায় রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।ঠিক এমন সময় খবর চাউর হয় রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন দলের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস সাঁ জা থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য মাদ্রিদ কর্তৃপক্ষের কাছে তিনটি শর্ত রেখেছেন এমবাপে।
প্রথমত কোচ হিসাবে জিনেদিন জিদান, মারিসিও পচেটিনো বা জুরগেন ক্লপকে চান এমবাপে। দ্বিতীয়ত দলের সাত নম্বর জার্সিটি চান এমবাপে। যা এই মুহূর্তে পড়েন মারিয়ানো ডিয়াজ।
তৃতীয়ত, বার্ষিক পারিশ্রমিক হিসাবে ২.৫ কোটি পাউন্ড চান ২১ বছরের এমবাপে।
 
অনেক দিন ধরেই এমবাপেকে নিজেদের তালিকায় রেখেছে মাদ্রিদ। ফলে তাকে দলে পেতে ৩০ কোটি পাউন্ড খরচা করতে রাজি রিয়াল প্রেসিডেন্ট পেরেজ।
এ ছাড়াও, আরও কয়েক জন তারকাকে এক সঙ্গে দলে চান পেরেজ। তারা হলেন নেইমার, এডেন হ্যাজার্ড ও হ্যারি কেন।
অন্যদিকে কোচ হিসাবেও তালিকা তৈরি করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তালিকায় আছেন জোসে মোরিনহো, জুরগেন ক্লপ, জোয়াকিম লো, মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবং জিনেদিন জিদান।

Post a Comment

0 Comments