আসন্ন কোপা আমেরিকার আগে বড়সড় দুঃসংবাদই পেল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজ দেশে এবারের আয়োজন হলেও দলের সেরা তারকার পারফরম্যান্স প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন না ব্রাজিল সমর্থকরা। ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকার দল থেকে বাদ পড়লেন নেইমার। তার বদলে ডাক পেয়েছেন চেলসি তারকা উইলিয়ান।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল নেইমারের অনুপস্থিতিতে জাতীয় দলে অন্তর্ভূক্ত হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার ভিনসিয়াস জুনিয়র ও টটেহ্যামের লুকাস মৌরার মধ্যে যেকোন একজন। ৩০ বছর বয়সী উইলিয়ানের অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।
এক বিবৃতিতে সিবিএফ থেকে জানানো হয়েছে, ‘প্রতিযোগিতার নিয়মানুযায়ী নেইমারের ইনজুরি রিপোর্টের বিস্তারিত কনমেবল’-এ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই উইলিয়ানকে নতুন করে দলে ডাকা হয়েছে।’
২০১৩ সাল থেকে চেলসিতে খেলা উইলিয়ান গত দুটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। গত ২৯ মে ইউরোপা লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে ব্লুজদের ৪-১ গোলের জয়ের ম্যাচটিতে বদলি হিসেবে দলে ছিলেন এই তারকা। সেলেসাওদের হয়ে এ পর্যন্ত খেলেছেন ৬৫টি ম্যাচ। সর্বশেষ ক্যামেরুনের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিনি ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
উল্লেখ্য, গত সপ্তাহে কাতারের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের সপ্তদশ মিনিটে ডান পায়ের গোড়ালির চোটে মাঠ ছাড়েন নেইমার। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নেইমারের কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার খবর দেয়। তার গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি।
0 Comments