কোপা আমেরিকা কাপে মেসিদের প্রস্তুতিটা ভালোভাবেই হলো। টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপট দেখিয়ে নিকারাগুয়াকে ৫-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তরা। ম্যাচে মেসি-মার্টিনেজ করেন জোড়া গোল। বাদ বাকি গোলটি আসে রবার্তোর পা থেকে।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ঘরের মাঠ সান হুয়ানের বিসেন্তেনারিওতে মধ্য আমেরিকা অঞ্চলের দেশটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে মেসিরা। ম্যাচের প্রথমার্ধেই চমক দেখান বার্সা তারকা। এক মিনিটের ব্যবধানে জোড়া গোল। ৩৭ ও ৩৮ পরপর দুই মিনিটে দুই গোল করে নিকারাগুয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। বিরতির পর গোল উৎসবে যোগ দেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো। ৬৩ ও ৭৩ মিনিটে নিজের গোল দুটি করেন তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রবার্তো পেরেইরাও খুঁজে পান জাল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নিকারাগুয়া।
0 Comments